শনিবার ২০ ডিসেম্বর ২০২৫ - ০৪:৩০
রাসূলুল্লাহ ﷺ–এর দৃষ্টিতে পুরুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড

রাসূলুল্লাহ ﷺ পরিবারে পুরুষদের আচরণকে তাদের শ্রেষ্ঠত্বের মূল মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেছেন, যারা পরিবারে দয়াশীল, অবমাননা বা জুলুমহীন থাকে, তারা আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ।

হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন,

خَیْرُ الرِّجالِ مِنْ اُمَّتِی الَّذِینَ لا یَتَطاوَلُونَ عَلی أَهْلِیهِمْ، وَیَحِنُّونَ عَلَیْهِمْ، وَلا یَظْلِمُونَهُمْ

আমার উম্মতের মধ্যে সর্বোত্তম পুরুষ তারাই, যারা নিজেদের পরিবারের প্রতি কঠোরতা প্রদর্শন করে না, তাদের অপমান বা অবজ্ঞা করে না; বরং তাদের প্রতি স্নেহশীল ও সহানুভূতিশীল থাকে এবং কখনোই তাদের ওপর জুলুম করে না।

[মাকারিমুল আখলাক, পৃষ্ঠা ২১৬]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha